ব্যতিক্রম এর উদ্যোগে ২৮০ জন রক্তদাতা রক্তদান করেন কৃষকবাজারে।

0
203

আবদুল হাই, বাঁকুড়াঃ এক ফোঁটা রক্তের জন্য রোগীর পরিবারকে হন্যে হয়ে ঘুরে বেড়াতে হয় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।চরম রক্ত সংকটে বাঁকুড়া ব্লাড ব্যাংক।থ্যালাসেমিয়া রোগীরা এবং যাদের ইমারজেন্সি রক্তের প্রয়োজন তারা আজ খুব বিপদে। রক্তের হাহাকার মেটাতে এগিয়ে এল বাঁকুড়ার ব্যতিক্রম।আজ রবিবার বাঁকুড়ার কৃষকবাজারে ব্যতিক্রমের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন মোট ২৮০ জন রক্তদাতা রক্তদান করেন।এর মধ্যে ৭৬ জন মহিলা রক্তদাতা রক্তদান করেন। রক্তদান কর্মসূচিকে ঘিরে এদিন রক্তদাতাদের উচ্ছাস লক্ষ্য করা যায়।