আবদুল হাই, বাঁকুড়াঃ“পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলি দাও। তার মত সুখ , কোথাও কি আছে ? আপনার কথা ভুলিয়া যায়”…. কবি কামিনী রায়ের কবিতার লাইন গুলি মনে পড়ে গেল সাংবাদিক আব্দুল হাইয়ের মানবিক আবেদনের সাড়া দিয়ে বাঁকুড়ার হিতৈষী ইন্দাস ব্লকের করিশুন্ডা অঞ্চলের বিভিন্ন এলাকার নিঃস্ব, অসহায় গরীব ১৪০ জন শীতার্ত মানুষের হাতে তুলে দিল শীতবস্ত্র।
এই প্রচন্ড শীতে শীতে একটি উষ্ণ বস্ত্র কিছু মানুষের কাছে অনেক বড় কিছু পাওয়া। সকলেই যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী এরকম মহৎ কর্মে ব্রতী হতো তাহলে হয়তো অনেক গরিব মানুষ বেঁচে যেত। কনকনে শীতে হঠাৎ কম্বল পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন শীতার্ত হত দরিদ্র অসহায় মানুষগুলো।বাঁকুড়ার হিতৈষী সংস্থার মানবিক মুখ সুবিদিত, অনেক সেবামূলক মহৎ কর্মের সাথে এই সংস্থার মানুষজন ব্রতী। হিতৈষীর কর্মীরা শুধু আজ নয় দীর্ঘ কয়েক বছর ধরে এই এলাকার মানুষের বিপদে আপদে একাধিক বার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বাড়িয়ে দাও তোমার হাত, সর্বদা থেকো মানুষের সাথ। মানুষ বড় একলা, তুমি তার পাশে এসে দাঁড়াও।
Home রাজ্য দক্ষিণ বাংলা সাংবাদিক আবদুল হাইয়ের ডাকে সাড়া দিয়ে শীতার্ত হত দরিদ্র শীতবস্ত্রহীন মানুষদের পাশে...