পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুরে শিক্ষিকার আত্মহত্যা। নন্দীগ্রাম দেবীপুর মিলন বিদ্যাপীঠ এর শিক্ষিকার আত্মহত্যা। সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের ১৮৩ জনের তালিকায় নাম থাকা একটি লিস্ট ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানে নাম ছিল ওই শিক্ষিকার। চন্ডিপুর নিবাসী ওই শিক্ষিকার আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য এলাকায়। সম্প্রতি কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নবম এবং দশম শ্রেণিতে শিক্ষক হিসেবে চাকরি পাওয়া অযোগ্য ১৮৩ জনের তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন৷ কমিশনের ওয়েবসাইটে ওই তালিকা প্রকাশ করা হয়। শুধু তালিকা প্রকাশ করাই নয়, অযোগ্য ওই প্রার্থীরা কোথায় চাকরি করছেন সেই তালিকার একটি লিস্ট ভাইরাল হয় সোশ্যাল মিডিয়য়।
আর এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তালিকায় নাম থাকা শিক্ষিকার আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। জানা গেছে ওই শিক্ষিকার নাম টুম্পা রানী মন্ডল। তিনি নন্দীগ্রাম দেবীপুর মিলন বিদ্যাপীঠ এর বাংলার শিক্ষিকা ছিলেন বলে জানা গেছে। আজ বিকেলে গলায় দড়ি দিয়ে দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের লোকজন উদ্ধার করে চন্ডিপুর এড়াসাল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।