নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বক্সা ব্যাঘ্র প্রকল্পের অস্হায়ী কর্মীদের কর্মবিরতি ৷ প্রায় ২০০ জন অস্হায়ী কর্মী সোমবার জঙ্গলের কাজ ছেড়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ডিভিশন অফিসের সামনে ধর্নায় বসলেন ৷ তাদের দাবি স্হায়ীকরণ ও বেতন বৃদ্ধির ৷
২০১৯ সালে রাজ্যের বনদপ্তর এই কর্মীদের কথা মাথায় রেখে কাজের দীর্ঘতায়ন মেনে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিল ৷ কিন্তু ২০২২ সালের শেষেও তাদের বেতন এক টাকাও বাড়েনি ৷ তাই তাদের দাবি না মানা পর্যন্ত বক্সা ব্যাঘ্র প্রকল্পের এই অফিসে ধর্না ও কর্মবিরতি তারা চালিয়ে যাবেন ৷ প্রয়োজনে অনশনেরও হুমকি দিয়েছেন তারা ৷ যদিও এবিষয়ে মুখ খুলতে চায়নি বক্সা ব্যাঘ্র প্রকল্পের কোন আধিকারিক।