পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূল বিজেপির হাতাহাতির ঘটনায় ফের উত্তেজনা ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগরে l বিস্ফোরণস্থলের অদূরেই তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে বচসা থেকে হাতাহাতি বেঁধে যায় । বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে তৃণমূল।
সোমবার বিস্ফোরণস্থলে যায় বম্ব স্কোয়াড। সকাল থেকেই শুরু হয় তল্লাশি। এই তল্লাশি অভিযান চলার সময়েই ফের উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ বিজেপির কর্মী সমর্থকরা সেখানে যেতেই ধুন্ধুমার বাধে। খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। বিজেপি নেতাদের দাবি, তথ্য গোপন করতেই তাদের উপর হামলা চালানো হয়েছে। পুলিশের সামনেই তাদের এক কর্মীকে মারধর করা হলেও বাধা দেয়নি পুলিশ। দু-পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। বোমাবাজিও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাফ লাঠিচার্জ করে বলে বাসিন্দাদের অভিযোগ।
প্রসঙ্গত গত শনিবার কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা করতে আসার আগেই বোমা বিস্ফোরণ হয় ভূপতিনগরে। ভূপতিনগর থানা এলাকার নাড়ুয়াভিলা গ্রামে তৃণমূলের বুথ সভাপতি নাম রাজকুমার মান্নার বাড়িতে বিস্ফোরণ হয়। মৃত্যু হয় রাজকুমার মান্না-সহ তিনজনের। রবিবার রাজকুমার মান্নার স্ত্রী লতারানি মান্না ভূপতিনগর থানায় অভিযোগ দায়ের করে, অভিযোগ করে তার স্বামী বেআইনি আতসবাজি তৈরি করতেন। তিনি বহুবার বাধা দিয়েছেন, কিন্তু তাঁর কথা শুনতেন না। শেষমেষ এই পরিণতি। লতারানি বলেন, ‘আতসবাজি তৈরির সময় বাড়িতে থাকতাম না, তাই প্রাণে বেঁচে গেছি।’ অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে।