আবাস প্লাস  এর সার্ভে শুরু শালতোড়া ব্লকে।

0
320

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- আবাস প্লাস এর তালিকাভুক্ত ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে সার্ভের কাজ শুরু হয়েছে বাঁকুড়া জেলার বিভিন্ন স্থানে।

শালতোড়া ব্লকে ও ৩রা ডিসেম্বর আবাস কর্মীদের নিয়ে প্রশিক্ষণের পর ৪ ঠা ডিসেম্বর থেকে বাড়ি বাড়ি সার্ভের কাজ শুরু করে অঙ্গন ওয়াড়ী কর্মী, আশা কর্মীরা।


এমন কি ব্লক স্তরেও এই পর্যবেক্ষণের কাজ শুরু হয়েছে।

শালতোড়া ব্লকের বিডিও মানস কুমার গিরি, জয়েন্ট বিডিও মিলন মালাকার ,পঞ্চায়েত ডেভলপমেন্ট অফিসার বিথুন সামন্ত সহ ব্লক আধিকারিক গণ (এক্সটেনশন অফিসার গণ) ব্লকের বিভিন্ন স্থানে ক্রস ভেরিফিকেশন করছেন।
এরপর সাব ডিভিশনাল এবং ডিস্ট্রিক্ট লেভেল ক্রস ভেরিফিকেশন হবে।

শালতোড়ার বিডিও মানস কুমার গিরি জানান, চলতি সপ্তাহের মধ্যে ব্লকের ১২০০০ উপভোক্তার বাড়ি বাড়ি সার্ভের কাজ শেষ করে ১৫ ডিসেম্বরের মধ্যে গ্রামসভার মিটিংয়ে চূড়ান্ত তালিকা পেশ করা হবে।