পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে পঞ্চায়েতি সভা অনুষ্ঠিত কোচবিহারের দেওয়ানহাটে।

0
235

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে মহিলাদের ময়দানে নামানোর প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্যে জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পঞ্চায়েতি সভা অনুষ্ঠিত হলো কোচবিহারে। এদিন কোচবিহার ১নং ব্লকের দেওয়ানহাট মহাবিদ্যালয়ের সামনে ওই পঞ্চায়েতি সভা অনুষ্ঠিত হয়। এদিন সেখানে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা অর্থ দপ্তর এবং স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য, রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভানেত্রী স্মিতা বকসী,কোচবিহার জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুষ্চিস্মিতা দেব শর্মা,জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, পার্থ প্রতিম রায়, আলোনা ইয়াসমিন সহ আরো অনেকে।

এদিন এবিষয়ে রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা অর্থ দপ্তর এবং স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য জানান,,, আমরা সরকার। আমরা বিজেপি তৃণমূল দেখি না। আমরা সবার বাড়িতে জল দেবো, বিদ্যুৎ দেবো, বাড়ি দেবো। ওরা সব সময় আমরা তোমরা বলে থাকে তৃণমূল তা করে না। কেন্দ্র সব সময় বাংলার কাছে ৪০ শতাংশ ৬০ শতাংশ বলে থাকে। তাই আমরা এটা করিনা। ভারতবর্ষ প্রজাতান্ত্রিক দেশ এই দেশ এসব চলে না।