বিভিন্ন দাবী নিয়ে প্রতিবাদ সভা সংঘটিত কর জলপাইগুড়িতে বৃহত্তর বামফ্রন্ট।

0
340

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- বাবরি মসজিদ ধ্বংসের ঘটনার প্রতিবাদ জানিয়ে দেশের সংবিধান ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান রেখে, দেশ জুড়ে ভাষা-জাতি-ধর্মগত সংখ্যালঘু মানুষদের ওপর অন্যায় আক্রমণের প্রতিবাদ জানিয়ে জলপাইগুড়ি শহরের ডি বি সি রোডের সুবোধ সেন ভবনের সামনে থেকে মিছিল
করে সমাজপাড়া মোড়ে প্রতিবাদ সভা সংঘটিত করে বৃহত্তর বামফ্রন্ট। মিছিলে পথ হাটেন বৃহত্তর বাম ঐক্যের আহ্বায়ক সলিল আচার্য, ফরওয়ার্ড ব্লকের রাজ্য নেতৃত্ব গোবিন্দ রায়, আর এস পি র জলপাইগুড়ি জেলা সম্পাদক সন্তোষ সরকার, সিপিআই জেলা সম্পাদক অশোক সেনগুপ্ত, সিপিআইএম এল নেতা সুভাষ দত্ত সহ অন্যান্য বাম নেতৃবৃন্দ। মিছিল শেষে ১৯৯২ সালের বাবরি মসজিদ ধ্বংসের ঘটনার প্রতিবাদ জানিয়ে দেশ জোড়া সাম্প্রদায়িক হিংসার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা বিরুদ্ধে দেশের সংবিধান রক্ষার্থে মানুষে মানুষের বিভেদের রাজনীতি বন্ধ করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন সি পি আই এম এল নেতৃত্ব সুভাষ দত্ত, সিপিআই জেলা সম্পাদক অশোক সেনগুপ্ত, সিপিআইএম এর পক্ষে কৌশিক ভট্টাচার্য, বিপ্লব ঝা, আর এসপির জেলা সম্পাদক সন্তোষ সরকার, ফরওয়ার্ড ব্লক রাজ্য সভাপতি গোবিন্দ রায় সহ অন্যান্য’রা।