পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বড়শুল কিশোর সংঘের সহযোগিতায় ও বড়শুল ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বড়শুল কিশোর সংঘের ভলিবল মাঠে গত মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হয়ে গেলো ১ম বর্ধমান সদর উত্তর দিবারাত্র সিঙ্গেলস
ব্যাডমিন্টন প্রতিযোগিতা(২০২২)।প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ভাতাড়, বর্ধমান টাউন, বড়শুল সহ সদর মহকুমার মোট ১৬ জন প্রতিযোগী। প্রতিযোগিতার বিজয়ী পরাগ রায়(বড়শুল), ও বিজীত জয়ন্ত প্রধান(ভাতাড়)। বিজয়ী ও বিজীত খেলোয়াড়দেরকে সুদৃশ্য ট্রফি, শংসাপত্র, ট্রাকসুট ও অন্যান্য উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। প্রতিযোগিতার তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারী খেলোয়াড়দেরও খেলার সামগ্রী উপহার তুলে দেওয়া হয়। এদিন সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক। উপস্থিত ছিলেন বর্ধমান ২ নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুবর্ণা মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন বড়শুল ২ নং গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান রমেশ চন্দ্র সরকার, পূর্ব বর্ধমান জেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সম্পাদক ডাঃ অরবিন্দ বিশ্বাস, বড়শুল ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সভাপতি মনোজ পাঁজা, সম্পাদক শ্রীকান্ত বিশ্বাস, বড়শুল কিশোর সংঘের সভাপতি প্রবীর কুমার দাঁ, মুখ্য উপদেষ্টা সৌমেন্দ্রনাথ বিশ্বাস, সাম্মানিক সদস্য তাপস রায়, সাম্মানিক সদস্যা বহ্নিশিখা পাঁজা। বিধায়ক নিশীথ কুমার মালিক বলেন সারাবছর ধরেই বড়শুল কিশোর সংঘ বিভিন্ন অনুষ্ঠান, সামাজিক কর্মসূচি ও খেলাধূলার আয়োজনের মাধ্যমে তাদের পরিসর বাড়িয়ে চলেছে। এই এলাকায় এতবড় ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করার জন্য বড়শুল কিশোর সংঘ ও বড়শুল ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানান। এলাকায় ব্যাডমিন্টন খেলার প্রসারের ক্ষেত্রে আমার সদার্থক ভূমিকা ও সহযোগিতা থাকবে। বিডিও সূবর্ণা মজুমদার বলেন বড়শুল কিশোর সংঘ প্রত্যেকবার যেকোন অনুষ্ঠানে , সামাজিকভাবে ও খেলাধূলাতেও সবসময়ই এক একধরনের অভিনব প্রয়াস দেখায়। এই ক্লাবের পরিবেশ, আয়োজন খুবই মনোরম ও সুন্দরতার জন্য এই ক্লাবের সমস্ত অনুষ্ঠানেই আমি উপস্থিত থাকি। ব্যাডমিন্টন প্রতিযোগিতার সার্বিক সাফল্য কামনা করে বিভিন্ন ব্লক থেকে আগত খেলোয়াড়দের প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বড়শুল কিশোর সংঘের সম্পাদক পার্থ ঘোষ জানান আমাদের এই এলাকায় হারিয়ে যাওয়া ব্যাডমিন্টন খেলাটিকে আবার ফিরিয়ে নিয়ে আশাই আমাদের একটি খুদ্র প্রচেষ্টা। আজকের এই প্রতিযোগিতার আয়োজন এর মাধ্যমে এলাকার যুবকদের মধ্যে ব্যাডমিন্টন খেলার উৎসাহ জাগবে পাশাপাশি ব্যাডমিন্টন খেলাটিকে প্রচারের আলোয় আনাই আমাদের প্রধান লক্ষ্য। ২০১৯ সালের অনুর্ধ ১৪ পূর্ব বর্ধমান জেলার ব্যাডমিন্টন প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রাজ্য ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বড়শুলের গোপালপুর গ্রামের অনন্যা বিশ্বাসও উপস্থিত ছিলেন।