নিজস্ব সংবাদদাতা, মালদা: পাকা রাস্তার মুখ দেখেনি এই গ্রামের মানুষজন। তাই পাকা রাস্তায় দাবি কয়েক বছরের। ভোট আসলে প্রতিশ্রুতি মিলে। কিন্তু কাঁচা রাস্তা পাকা হয়নি আজও। এই ছবি মালদার ইংলিশ বাজার ব্লক এর কাজিগ্রাম অঞ্চলের রাজনগর এলাকার। গ্রামবাসীদের অভিযোগ পাকা রাস্তা দাবি তারা বারবার জানিয়ে এসেছেন। কিন্তু কাঁচা রাস্তা পাকা হয়নি আজও। ফলে দিনের আলো হোক কিংবা রাতের অন্ধকার রাস্তার ওপর দিয়ে যাতায়াত করতে চরম সমস্যার সম্মুখীন হন তারা। ঘটে যাচ্ছে দুর্ঘটনা। তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে কাঁচা রাস্তা পাকা করার দাবি তুলেছেন তারা।