নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ মানিকচক বিডিও অফিসে।বিক্ষোভ দেখালেন মানিকচকের পশ্চিম নারায়নপুর এলাকায় বাসিন্দারা।বিক্ষোভ ঘিরে তুমুল উওেজনার সৃষ্টি হয় বিডিও অফিস চত্বরে।মানিকচক থানার পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বৃহস্পতিবার দুপুর নাগাদ পশ্চিম নারায়নপুর এলাকায় বাসিন্দারা বিডিও অফিসে জমায়েত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে।কয়েক ঘণ্টাধরে চলে বিক্ষোভ।অভিযোগ,পশ্চিম নারায়নপুর এলাকায় বহু গরিব পরিবারের বসবাস যোগ্য ঘর নেই কোন রকমভাবে কাঁচা মাটির বাড়িতে বসবাস করে চলেছেন সেই সকল পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত।আবার ওই এলাকায় যাদের পাকা বাড়ি রয়েছে তাদের আবাস যোজনার তালিকায় নাম রয়েছে তাই অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পরেন পশ্চিম নারায়নপুর এলাকায় বাসিন্দারা।বিক্ষোভের জেরে উওেজনার সৃষ্টি হয় বিডিও অফিস চত্বরে।তাদের দাবি সঠিকভাবে তদন্ত করে তালিকা প্রকাশ করা হক।মানিকচক থানার পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।অবশেষে কয়েকঘণ্টা পর বিক্ষোভ তুলে নেন বিক্ষোভকারীরা।
Home রাজ্য উত্তর বাংলা প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ মানিকচক বিডিও অফিসে।