নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- জলপাইগুড়ি শহরের অন্যতম আকর্ষণ এবং শিশুদের মুক্তাঙ গণ তিস্তা উদ্যান, যার দায়িত্ব রাজ্য সরকারের বন দপ্তরের উদ্যান ও কানন শাখার, তবে এই মুহূর্তে রাজ্য সরকারের ভাড়া যে মা ভবানী তা ইতিমধ্যেই জেনেছে রাজ্যেবাসী।
এবার রাজস্ব বা আয় বাড়াতে জলপাইগুড়ি শহরের এই অন্যতম আকর্ষণীয় পার্কটিকে ব্যাবসায়িক কাজে ব্যবহার করার কথা জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।
আর এতেই শুরু হয়েছে গুঞ্জন।
বৃহস্পতিবার বন দপ্তরের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে জেলা সিপিআইএম দলের পক্ষ থেকে স্বারকলিপী প্রদান করার পাশাপাশি তিস্তা উদ্ধানের প্রবেশ মুখে বিক্ষোভ দেখানো হয়।
এই প্রসঙ্গে সিপিআইএম নেতা বিপুল স্যানাল জানান,
রাজ্য সরকার শিশুদের বিকাশের অধিকার কেড়ে নিতে উদ্যোগী হয়েছে।
Home রাজ্য উত্তর বাংলা ভাড়ার শুন্য, আয় বাড়াতে শহরের শিশুদের অন্যতম প্ৰিয় তিস্তা উদ্যানে বসবে বিয়ের...