দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- সাধারণ মানুষের সঙ্গে পুলিশের নিবিড় সম্পর্ক গড়তে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে বংশীহারী থানা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। শুক্রবার বংশীহারী ফুটবল মাঠে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় এলাকার খেলোয়াড়রা অংশগ্রহণ করে। খেলোয়ারদের দুটি বিভাগে বিভক্ত করা হয়। ১০০ মিটার, ২০০ মিটার, ৪০০ মিটার, ও ৮০০ মিটার দৌড় প্রতিযোগিতা হয়। এছাড়াও লং জাম , বল নিক্ষেপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতি বিভাগের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। প্রত্যেক বিভাগ থেকে প্রতিটি ইভেন্টে বিজয়ী তিনজন কে জেলা স্তরের প্রতিযোগিতায় পাঠানো হবে। আগামী ২৯ শে ডিসেম্বর বালুরঘাট পুলিশ লাইনে জেলা স্তরিও প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এদিনের ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য। আইসি মনোজিৎ সরকার। বড় বাবু কার্তিক সরকার সহ অন্যান্য পুলিশ অফিসারগণ। এদিনের ক্রীড়া অনুষ্ঠান শেষে বংশীহারী থানা পরিচালিত শিশু শিক্ষা নিকেতনের ক্ষুদে ছাত্রীদের দ্বারা ফুটবল মাঠে সমবেত নৃত্য সকলের মন জয় করে।
শনিবার সকালে দ্বিতীয় দিনের অনুষ্ঠানে সকলের জন্য পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।