তমলুক, নিজস্ব সংবাদদাতা:- দুর্নীতির অভিযোগ তুলে তমলুক কো-অপারেটিভ এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কে’র চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভে নামলো বিজেপি। শুক্রবার তমলুক শহরের আবাসবাড়িতে বিক্ষোভ সভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তমলুকের সমবায় ব্যাঙ্কের পরিচালন সমিতির ক্ষমতায় রয়েছে তৃণমূল। সেখানে কৃষকদের নানা প্রাপ্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা সহ আর্থিক দুর্নীতির অভিযোগে ব্যাঙ্কের চেয়ারম্যান সত্যরঞ্জন সাহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচি নিয়েছে বিজেপি-র তমলুক সাংগঠনিক জেলার কিষান মোর্চা ও সমবায় সেল। তমলুক শহরের আবাসবাড়িতে প্রধান কার্যালয়ের সামনে এই বিক্ষোভের নেতৃত্বে রয়েছে শুভেন্দু। সংগঠনের সদস্যরা শুক্রবার দুপুরে তমলুক শহরের মানিকতলা মোড়ে জমায়েত হয়। তারপর মিছিল করে ব্যাঙ্কের সামনে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়।
শুভেন্দু ছাড়াও সভায় উপস্থিত ছিলে রাজ্য কৃষ্ণার মৌর্চার সভাপতি -, তমলুক সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি তপন ব্যানার্জি, জেলা যুব মৌর্চার সভাপতি বিশ্বনাথ ব্যানার্জি সহ অন্যান্যরা। এদিন সমবায় নিয়ে বর্তমান সরকার যেভাবে কৃষকদের বঞ্চনা করে চলেছে তার তীব্র প্রতিবাদ করেন। সেই সাথে সমবায় নির্বাচনের জন্য শাসকদল সদস্য করার প্রতিবাদও জানান।তিনি আরও বলেন, এই সরকার ভিখারি হয়ে গিয়েছে সমবায় থেকে শুরু করে নানা জায়গা থেকে টাকা তুলেও ভাঁড়ে মা ভবানী। আমিও এই ভিখারি সরকারকে টাকা দিয়ে চলেছি। ট্রাফিক পুলিশরা আমায় ধরেছে। তারা ঠিকঠাক টাকা পাচ্ছে না তাই আমি দিয়ে দিয়েছি। ডিএ কার্যকারি হলে এক সাথে এই সরকারকে যে পরিমান টাকা দিতে হবে তাই সরকার আর থাকবে না।
Home রাজ্য দক্ষিণ বাংলা দুর্নীতির অভিযোগ তুলে তমলুক কো-অপারেটিভ এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কে’র চেয়ারম্যানের পদত্যাগের...