দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- গত 6/9/21 তারিখে হিলি ব্লকের ভারত বাংলাদেশ সীমান্ত থেকে সামিউল ইসলাম নামে এক বাংলাদেশীকে ১৬২৯ টি নিষিদ্ধ মাদক ইনজেকশন সহ গ্রেপ্তার করা হয়। সেই ঘটনাতেই অভিযুক্তকে আদালতে পেশ করে হিলি থানার পুলিশ।অভিযুক্তের বিচার চলছিল দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের বিচারক রিম্পা রায়ের। আজ আদালত অভিযুক্ত কে দোষী সাব্যস্ত করে তার সাজা ঘোষণা করেন। বিচারক অভিযুক্তকে 14AB ফরেনার্স এক্ট এ দোষী সাব্যস্ত করে বিচারক অভিযুক্ত তিন বছরের সশ্রম কারাদণ্ড ১০ হাজার টাকা ফাইন আরো ছয় মাসের সশ্রম কারাদন্ডের নির্দেশ দেন। পাশাপাশি ড্রাগস অ্যান্ড কসমেটিকস এক্টর 27B(2) ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড ৫০০ টাকা জরিমানা ও অনাদায় এক মাসের সশ্রম কারাদণ্ড,ড্রাগস অ্যান্ড কসমেটিকস এক্টর 28 ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড ৫০০ টাকা জরিমানা ও অনাদায় এক মাসের সশ্রম কারাদণ্ড নির্দেশ দেন বলে আজ দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী জানান।