আলিপুরদুয়ার জেলায় আবাস যোজনায় ১ লক্ষ ৪০ হাজার বাড়ির সার্ভে হচ্ছে।

0
283

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আলিপুরদুয়ার জেলায় আবাস যোজনায় ১ লক্ষ ৪০ হাজার বাড়ির সার্ভে হচ্ছে। ফিল্ড ভিজিটে খোদ জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা। যাদের পাকা বাড়ি আছে তারা প্রধান মন্ত্রী আবাস যোজনায় ঘর পাবেন না। আলিপুরদুয়ারের জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা নিজেই আবাস যোজনায় নাম থাকা উপভোক্তাদের বাড়ি পরিদর্শনে গিয়ে এই কথা বলেছেন। এদিন আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের মাঝের ডাবরি গ্রাম পঞ্চায়েত এলাকায় ফিল্ড ভিজিটে যান জেলা শাসক। জেলা শাসকের সাথে এদিন আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের বিডিও চিরঞ্জিত সরকার ও অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। এদিন বাড়ি বাড়ি গিয়ে আবাস যোজনায় নাম থাকা উপভোক্তাদের আর্থিক পরিস্থিতি খতিয়ে দেখেন জেলা শাসক। এদিন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা বলেন, “ সরকারি নির্দেশ রয়েছে আবাস যোজনায় ফিল্ড ভিজিট করতে হবে। সেই নির্দেশ অনুযায়ি ফিল্ড ভিজিট হচ্ছে। যাদের পাকা বাড়ি আছে তারা আবাস যোজনায় ঘর পাবেন না। সরকারি এই গাইড লাইন আলিপুরদুয়ারে অক্ষরে অক্ষরে পালন করা হবে। “ জানা গিয়েছে আলিপুরদুয়ার জেলায় আবাস যোজনায় মোট ১ লক্ষ ৪০ হাজার ঘরের সার্ভে করা হচ্ছে। যাদের পাকা বাড়ি নেই এই প্রকল্পে তারা এই ঘর পাবেন। স্থানিয় আশা কর্মীদের এই সার্ভের দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু অনেক জেলাতেই স্থানিয় আশা কর্মীরা এই সার্ভেতে যেতে চাইছেন না। কারন যারা আবাস যোজনায় ঘর পাওয়ার যোগ্য নয় এমন অনেক পরিবারের নাম আবাস যোজনায় উপভোক্তাদের তালিকায় রয়েছে। আবার তাদের নাম যেন এই প্রকল্পে কাটা না যায় সেই কারনে বিভিন্ন এলাকায় বিভিন্ন মহল থেকে চাপও আসছে। স্বজন পোষন ও দূর্নীতি রুখতে সার্ভে করে একমাত্র গরীব যাদের পাকা ঘর নেই তাদেরকেই এই ঘর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেই অনু্যায়ি আশা কর্মীদের দিয়ে সার্ভে করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সেই সার্ভেতে আলিপুরদুয়ারের জেলা শাসক বিডিও ও অন্যান্য আধিকারিকদের নিয়ে হাজির হয়েছেন। এই প্রকল্পে সরকার নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলার বার্তা দিয়েছেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা।