প্রাইমারি টেট পরীক্ষাকে কেন্দ্র করে বালুরঘাটে কালো বল পিন বিক্রির হিড়িকে কলম বিক্রেতাদের মুখে ফুটল হাসি।

0
175

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-  প্রাইমারি টেট পরীক্ষাকে কেন্দ্র করে বালুরঘাটে কালো বল পিন বিক্রির হিড়িকে কলম বিক্রেতাদের মুখে ফুটল হাসি। বালুরঘাট জুড়ে কালো বল পেনের চাহিদা তুঙ্গে, চাহিদা অনুযায়ী জোগানে হিমশিম দোকানদাররা।
রবিবার অনুষ্ঠিত হতে চলেছে প্রাইমারি টেট পরীক্ষা। রবিবার সারা রাজ্যে প্রায় সাত লক্ষেরও অধিক পরীক্ষার্থী টেট পরীক্ষা দিতে চলেছে, শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর জেলার নিরিখে দেখলেও যে সংখ্যাটি কম নয়। দক্ষিণ দিনাজপুর জেলায় ৪৩টি পরীক্ষা কেন্দ্রে জেলার হাজার হাজার পরীক্ষার্থী রবিবার টেট পরীক্ষা দিতে চলেছে। টেট পরীক্ষা যাতে সুষ্ঠভাবে সম্পন্ন হয় তার জন্য শনিবার দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান সন্তোষ হাসদা ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়, বাউল পরমেশ্বর উচ্চ বিদ্যালয়, বাহিচা উচ্চ বিদ্যালয় সহ একাধিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষা গ্রহণের প্রস্তুতি খতিয়ে দেখেন। পরীক্ষা গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠভাবে সম্পন্ন করতে তৈরী প্রশাসনও। অপরদিকে টেট পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থীদেরও অন্তিম লগ্নের প্রস্তুতি বর্তমানে তুঙ্গে। পরীক্ষা যেহেতু ও.এম.আর উত্তরপত্রে দিতে হবে তাই গত কয়েকদিন ধরে কলমের দোকানগুলিতে পরীক্ষার্থীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। প্রাইমারি টেট পরীক্ষাকে কেন্দ্র করে বালুরঘাটের বিভিন্ন দোকানগুলিতে কলমের বিক্রি বেড়েছে এক ধাক্কায় অনেকটাই। বালুরঘাটের কলম বিক্রেতাদের মারফৎ জানা গেছে ও.এম.আর সিটে উত্তরপত্রে পূরণের জন্য বর্তমানে কালো বল পেনের চাহিদা কার্যত আকাশছোয়া। দিনে প্রায় হাজার হাজার কালো বল পেন বিক্রি হওয়ার কারনে বালুরঘাটের অধিকাংশ দোকানে বর্তমানে কালো বল পেনের স্টক শেষের পথে। বালুরঘাট শহরের কলেজ মোড় এলাকার কলম বিক্রেতা সৌভিক চৌধুরী বলেন কালো কলমের ব্যাপক চাহিদা রয়েছে, চাহিদা অনুযায়ী জোগান দিতে পারছি না, মহাজনদের কাছে পেন অর্ডার দিলেও সাপ্লাই দিতে পারছেন না। কার্যত একই অবস্থা বালুরঘাট শহরের বিভিন্ন এলাকার কলম বিক্রেতাদেরও। শহরের একাধিক কলম বিক্রেতাদের বক্তব্য প্রায় ৬ মাসেও এত কলম বিক্রি হয়নি যতটা না এই প্রাইমারি টেট পরীক্ষাকে কেন্দ্র করে বিক্রি হয়েছে। ব্যবসা ভাল হওয়ায় প্রাইমারি টেট পরীক্ষার আগে মুখে হাসি বালুরঘাটের কলম বিক্রেতাদের।