রূপনারায়ণের উপর বন্দর এলাকায় ব্রীজ নির্মাণের দাবিতে হরিশপুরে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান।

0
279

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা: –পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের হরিশপুরে রূপনারায়ণ নদের উপর কংক্রিটের ব্রীজ নির্মানের দাবিতে শনিবার হরিশপুর খেয়াঘাটে স্বাক্ষর সংগ্রহ অভিযান কর্মসূচি হয়।
এই কর্মসূচির উদ্বোধন করেন রূপনারায়ণ নদের উপর বন্দর এলাকায় ব্রীজ নির্মাণ সংগ্রাম কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক বলাই চন্দ্র পাড়ুই।এইদিন তিনি বলেন এই বিষয় নিয়ে বলেন আমরা কমিটি গঠন করে আন্দোলন শুরু করেছি, ব্রীজের দাবি সকলের। সকলের স্বাক্ষর নিয়ে আমরা মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী মহোদয়ের দপ্তরে দেব। সকলের সহযোগিতা চাই।
কমিটির যুগ্ম সম্পাদক দেবব্রত মণ্ডল ও মদন রম জানান মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। এই সমর্থনকে সংগঠিত করতে আগামী ৮ ই জানুয়ারি হরিশপুরে একটি কনভেনশন আহ্বান করা হয়েছে। কমিটির সভাপতি সম্পাদক ছাড়াও উপস্থিত ছিলেন, উপদেষ্টা দেবাশীষ মাইতি, অঞ্জন জানা প্রমূখ।
প্রসঙ্গত উল্লেখ্য, রূপনারায়নের বন্দর এলাকায় একটি কংক্রিটের ব্রিজ নির্মিত হলে ঘাটাল ও হুগলি জেলার খানাকুল ১ ও ২ ব্লকের প্রায় লক্ষাধিক মানুষ শিক্ষা-চিকিৎসা সহ যাতায়াতের ক্ষেত্রে ভীষণ ভাবে উপকৃত হবেন।