সামনেই পঞ্চায়েত ভোট তার আগেই সরকারি সুযোগ-সুবিধা পাওয়া না পাওয়ার ক্ষোভ।

0
195

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- রাজ্য সরকারের একাধিক উন্নয়ন মূলক প্রকল্প তাতে উপকৃত হয়েছেন অনেকেই। তার উপরে দুয়ারে সাকার ও ভ্রাম্যমান দুয়ারে সরকার চলছে লাগাতার। তাতে কি উপকৃত হচ্ছেন মানুষ তা নিয়ে রাজনৈতিক তরজা কম নয়। তবে সামনে পঞ্চায়েত ভোট তার আগেই আসাম – বাংলা সীমানা লাগোয়া প্রান্তিক গ্রামে সরকারি সুযোগ-সুবিধা না পাওয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন বক্সিরহাটের শালবাড়ী-২ গ্রাম পঞ্চায়েতের ১৩৭ নং বুথের তিনটি পরিবার। ওই এলাকার বাসিন্দা অনিল দাস ও তার স্ত্রী জানায়, তারা মানুষের জমিতে দিনমজুরি করে দিন যাপন করেন, দুয়ারে সরকারে একাধিকবার বাড়িতে বিদ্যুৎ সংযোগ ও লক্ষীর ভাণ্ডার ও স্বামীর বার্ধক্য ভাতার আবেদন জানানোর পরেও কাজের কাজ কিছুই হয়নি। এমনকি নতুন আবাস যোজনার লিস্টেও নাম নেই তাদের। শৌচালয় না থাকায় যেতে হচ্ছে আশপাশের বাড়িগুলোতে। ওই এলাকারই আরেক বাসিন্দা সুব্রত সাহা তার দাবি, তার কাঁচা ঘর তারও নতুন লিস্টে নাম নেই। অথচ যাদের পাকা বাড়ি রয়েছে তাদের নাম এসেছে। তাদেরও শৌচালায়টুকু নেই। যেটুকু হায় হায় তা সংসার চালাতেই হিমশিম খেতে হয়। ওই এলাকার আরেক বাসিন্দা সারথী বর্মন  তিনি দাবী করেন, দুয়ারে সরকারে একাধিকবার বাড়িতে বিদ্যুৎ সংযোগের আবেদন করলেও আজও মেলেনি বিদ্যুৎ। বাধ্য হয়ে ১০০ টাকা লিটার কেরোসিন তেল কিনে পড়াশোনা করতে হয় বাচ্চাদের। কি জানাচ্ছে এক স্থানীয় বাসিন্দা শুনুন