১১ তম বর্ষে পদার্পণ করলো বর্ধমান শহরে অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান সহযোদ্ধা।

0
348

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- ১১ তম বর্ষে পদার্পণ করলো বর্ধমান শহরে অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান সহযোদ্ধা। প্রত্যেক সদস্যকে নিয়ে বছরের বিভিন্ন সময় বিভিন্ন রকম কর্মসূচি করে থাকে এই বর্ধমান সহযোদ্ধা স্বেচ্ছাসেবী সংস্থা। 11 তম বর্ষে এবছর বর্ধমান সহযোদ্ধার উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতা ও কবিতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। কচিকাঁচা শিশুরা অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগিতা গুলিতে। প্রতিযোগিতার পাশাপাশি গুণী ব্যক্তিদের সংবর্ধনা প্রদান করা হয় এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে। বর্ধমান রত্ন সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয় বিশিষ্ট সাংবাদিক মোল্লা জসীমউদ্দীন, বিশিষ্ট সাংবাদিক সুপ্রকাশ চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক মোঃ আসিফ, সমাজসেবী সুতপা দাস, পুলিশ আধিকারিক কৃষ্ণা সাহাকে। পাশাপাশি এই মঞ্চ থেকে সংবর্ধিত করা হয় বিশিষ্ট সাংবাদিক অরূপ লাহা, বিশিষ্ট সাংবাদিক সৌরিশ দে, বিশিষ্ট সাংবাদিক জগন্নাথ ভৌমিক, বিশিষ্ট সাংবাদিক সদন সিনহাকে। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, কলকাতা হাইকোর্টের এজিপি আনসার মন্ডল ,বর্ধমান মহিলা থানার ইন্সপেক্টর ইনচার্জ বনানী রায়, বিশিষ্ট আইনজীবী কমল দত্ত, অল ইন্ডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বৈদ্যনাথ কোনার, ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা শাখার সভাপতি স্বপন মুখার্জি সহ বিশিষ্ট গুণী ব্যক্তিরা।