তুফানগঞ্জ, নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত ভোটের আগে, তৃণমূলের আদি নব্য দ্বন্দ্বে আরো একবার চরমে উঠল বক্সিরহাটে। কোচবিহারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে সদ্য পরিবর্তন হয়েছে তৃণমূলের ব্লক সভাপতি সহ তৃণমূলের ১১টি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি।অঞ্চল সভাপতি পদের জন্য তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক ও জেলা চেয়ারম্যান গীরেন্দ্রনাথ বর্মনের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ তুলে, রাজ্য নেতৃত্বের কাছে একটি লিখিত আকারে অভিযোগ জমা দেওয়ার পাশাপাশি সাংবাদিক বৈঠক করে ক্ষোভ উগড়ে দিলেন দলেরই তুফানগঞ্জ-২ ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি সহ তৃণমূলের আদি নেতারা।। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের আদি-নব্য দ্বন্দ্বে প্রভাব পড়ছে দলীয় কর্মীদের মধেও। এছাড়াও, তুফানগঞ্জ ২ নং ব্লক তৃণমূলের বর্তমান সভাপতি চৈতি বর্মন বড়ুয়া ও সহ-সভাপতি, নিরঞ্জন সরকার দুজনেই সিপিএমের দাপটে নেতা হিসেবে পরিচিত। টাকার বিনিময়ে জেলা সভাপতি ও চেয়ারম্যান এদেরকে পদ পাইয়ে দিয়েছে। তাই ব্লক সভাপতি ও সহ-সভাপতি সিপিএম ও বিজেপিকে নিয়ে দল করছে কিন্তু পুরনো নেতাদের দলে আর সম্মান দিচ্ছেন না। পুরোনোদেরকে বঞ্চিত রাখছে।
Home রাজ্য উত্তর বাংলা টাকার জেরে বক্সিরহাটে বিক্রি হয়েছে পদ! এমনই চাঞ্চল্যকর অভিযোগে তৃণমূলের আদি-নব্য দ্বন্দ্বে...