জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- প্রাক বড়দিন উৎসবের মেতে উঠলেন খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষেরা শহর জলপাইগুড়িতে। শনিবার ইউনাইটেড চার্চস খ্রীস্টমাস সেলিব্রেশন কমিটির উদ্যোগের প্রাক বড়দিন উপলক্ষে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় পুরসভার ৯নম্বর ওয়ার্ডের উপাসনা ক্লাবের মাঠে। জলপাইগুড়ি ফ্রেন্ডস ব্যাপটিস্ট চার্চের পার্স্টার রেভারেন্ট বিপ্লব সরকার বলেন ঘরের পর এবার বাইরে অনুষ্ঠিত হল প্রাক বড় দিনের অনুষ্ঠান । বড়দিনকে সামনে রেখে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি আরও বলেন এবারের প্রাক বড়দিন উৎসব যার মূল স্লোগান “ভালো প্রতিবেশী” । আমাদের বার্তা মানুষকে কষ্ট না দিয়ে একজন আদর্শ প্রতিবেশীর যা যা করণীয় মানুষকে কেমন আছো প্রতিবেশী সন্মোধন করা। চার্চের আগত প্রতিনিধিরা প্রাক বড়দিন অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। শহরের সবকটি চার্জ কে নিয়ে এদিনের অনুষ্ঠানে জলপাইগুড়ি ফ্রেন্ডস ব্যাপটিস্ট চার্চ, চার্চ অফ নর্থ ইন্ডিয়া, চার্চ অফ গড, হিমালয়ান ফ্রি চার্চ থেকে আগত প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহন করেন। নানা অনুষ্ঠানের আয়োজনের পাশাপাশি যীশুর বাণী প্রচার সহ নাচ গান পরিবেশিত হবে এই অনুষ্ঠানে বলে জানান তিনি ।
Home রাজ্য উত্তর বাংলা প্রাক বড়দিন উৎসবের মেতে উঠলেন খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষেরা শহর জলপাইগুড়িতে।