সকাল থেকেই মালদায় পরীক্ষার্থীদের মধ্যে দেখা গেল ব্যস্ততা।

0
163

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- ছয় বছর পর রবিবার দুপুর বারোটা থেকে শুরু হতে চলেছে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য টেট। এ কারণে সকাল থেকেই মালদায় পরীক্ষার্থীদের মধ্যে দেখা গেল ব্যস্ততা। জেলা সদরের বাইরে বিভিন্ন ব্লকের স্কুলগুলিতে যে পরীক্ষার কেন্দ্র পড়েছে সেখানে পৌঁছতে বাস, ম্যাক্সি, ট্রেকার ধরতে রথবাড়িতে পরীক্ষার্থীদের প্রচন্ড ভিড় দেখা গেল। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মালদা জেলায় ৫৬ হাজারের বেশি পরীক্ষার্থী টেট দেবেন আজ। পরীক্ষা শান্তিপূর্ণভাবে করতে প্রশাসনের তরফে জোরদার প্রস্তুতি নেওয়া হয়েছে। নকল রুখতে পরীক্ষা কেন্দ্রের বাইরে পুলিশ মোতায়েন থাকছে।