সরকারি পার্ক’কে ব্যানিজ্যিক স্বার্থে ব্যবহার করতে দেবার জন্য ক্ষুদ্ধ সাধারণ মানুষ ।

0
358

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:-  একদিকে সরকার সরকারি পার্ক গুলিতে পিকনিক করা যাবে না বলে নির্দেশিকা জারি করেছে। অন্যদিকে আবার সেই সরকারের বনদফতর বানিজ্যিক স্বার্থে উত্তরবঙ্গের বনাঞ্চলের চারটি পার্ককে বানিজ্যিক স্বার্থে ব্যবহারের জন্য অনুমতি দিচ্ছে। যেখানে এবার সেই সব পার্ক গুলিতে ভাড়া নিয়ে বিয়ে বাড়ি জন্মদিনের মত অনুষ্ঠান যে কেউ ব্যবহার করতে পারবে। সরকারের এই দ্বিচারিতা নিয়ে উত্তরের বিভিন্ন রাজনৈতিক বিরোধী দলগুলির সরব হয়েছে পাশাপাশি সাধারন মানুষজনও সরকারি পার্ক’কে ব্যানিজ্যিক স্বার্থে ব্যবহার করতে দেবার জন্য ক্ষুদ্ধ। তাদের অভিযোগ এমনিতেই আজকাল প্রমোটারের দৌরাত্মে বিভিন্ন শহরে শিশুদের মনোবিকাশের জন্য খোলা মাঠের সংখ্যা কমে এসেছে। সেক্ষেত্রে যে হাতে গোনা দু একটি সরকারি পার্ক রয়েছে সে গুলিও যদি বানিজ্যিককরনের জন্য দিয়ে দেওয়া হয় তবে শিশুদের খেলাধুলোর পাশাপাশি মনোবিকাশের ব্যাঘাত ঘটবে বলে তাদের অভিযোগ।

জানা গেছে ‘বন দপ্তরের উত্তরবঙ্গের চারটি পার্ক বিয়েবাড়ি, জন্মদিন বা অন্যান্য বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য আগামী ১ জানুয়ারি থেকে দেওয়া হবে। কিন্তু এই পার্কগুলি শিশু উদ্যান। শিশু উদ্যান বাণিজ্যিক কাজে ব্যবহার হলে, শিশুরা সেই দিনগুলিতে পার্কে আসতে পারবে না। পাশাপাশি পার্কের পরিবেশ নষ্ট হবে।‘

ইতিমধ্যে এই নিয়ে বালুরঘাট সি পি এম নেতৃত্ব প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছে। লোকাল কমিটির সম্পাদক অনিমেষ চক্রবর্তী বক্তব্য, ‘কেন্দ্র ও রাজ্য উভয় সরকারই বিভিন্নভাবে বেসরকারিকরণের পথে এগোচ্ছে। এই সমস্ত কারণে এবং শিশু উদ্যানকে বাণিজ্যিক কাজে ব্যবহার যাতে না করা হয় সে কারণে আমরা প্রতিবাদ জানাচ্ছি।‘

অপরদিকে বিজেপি দলের জেলা সম্পাদক বাপি সরকারের অভিযোগ তৃনমুল সরকার এখন কার্যত কাটমানি সরকারে রুপান্তরিত হয়ে গেছে। তারা তাদের সব বেয়াইনি কাজ এভাবেই রাতের অন্ধকারে করে থাকে অর্থের বিনিময়ে নিজেদের কাছের লোকদের লিজ দিয়ে দিতে। তারা আগেও জেলার দীঘি গুলো এভাবেই লিজ দিয়েছে কোন টেন্ডার ছাড়াই, বলে তার অভিযোগ। তিনি জানান তারা ইতিমধ্যেই এই সরকারের নানান অনৈতিক কাজের বিরুদ্ধে পথে আন্দোলনে রয়েছেন।