সাঁকরাইল থানার সিভিক ট্রাফিকের মানবিক মুখ দেখল সাঁকরাইল বাসি।

0
320

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : সাঁকরাইল থানার সিভিক ট্রাফিকের মানবিক মুখ দেখল সাঁকরাইল বাসি।অসহায় এক ভবঘুরে সাঁকরাইল চাঁপাতলা এটিএম এর কাছেই পা ভাঙা অবস্থায় পড়েছিল । দীর্ঘক্ষণ পড়ে থাকার পর এলাকাবাসীদের নজরে আসে। এমন সময় স্থানীয় ট্রাফিক সিভিকদের খবর দেয়া হয়। জল এবং খাবার দেওয়া হয়। এরপর স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ট্রাফিক সিভিক কম্বলের ব্যবস্থা করেন তার গায়ে কম্বল চাপিয়ে দেয়া হয়। শীতের রাত কিভাবে থাকবে সেই দেখে কম্বলের ব্যবস্থা করা হয়। এলাকার বেশ কিছু সহৃদয় ব্যক্তি এবং ট্রাফিক পুলিশের সহযোগিতায়। বৃদ্ধ অসহায় ব্যক্তির শুশ্রুষার মাধ্যমে প্রশাসনের মানবিক মুখ দেখল সাঁকরাইলবাসি।