আবদুল হাই, বাঁকুড়াঃ ভারতবর্ষের সংস্কৃতি যে সহমর্মিতার তা আবারও সেই দুর্লভ চিত্র উঠে এল আমাদের সাংবাদিক এর ক্যামেরায়। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের জিনকড়া গ্ৰামের দেবখালের সন্নিকটে মুসলিমদের ধর্মগুরু বুড়ো পীরবাবার উরস উৎসব ২৭ বছর ধরে পালিত হয়ে আসছে। কথিত আছে প্রায় ২০০ বছর আগের কথা এই পীরবাবারা দুই ভাই ছিলেন। একজন গ্ৰামের ভিতরে বাস করতেন আর বুড়ো পীরবাবা দেবখালের সন্নিকটে থাকতেন। মাঝে মাঝে গ্ৰামের ভিতরে থাকা ভাই এর সাথে দেখা করার প্রয়োজন হলে এই বুড়ো পীরবাবা ঘোড়ায় চড়ে আবার কখনো বাঘের উপর চেপে দেখা করতে যেতেন।যখন ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতির বারবার উঠেছে অসম্প্রীতির কিছু অমূল্য চিত্র যা নিয়ে তৈরি হয়েছে হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ তখন আজকের বুড়ো পীরবাবার উরস উৎসবে মুসলিমদের পাশাপাশি হিন্দু ভাই বোনেদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিঃসন্দেহে সম্প্রীতির দুর্লভ চিত্র বহন করে।পীরবাবার উরসকে কেন্দ্র করে দুই দিন বাংলা ও উর্দু কাওয়ালী,আধ্বাত্মিক ইসলামিয়া তত্ত্বমূলক গান এবং চার পাঁচ দিন ধরে মেলা অনুষ্ঠিত হয়।