গতকাল বালুরঘাটের বিডিও অনুজ শিকদার কে মারধরের ঘটনার প্রতিবাদে এদিন বালুরঘাট বিডিও অফিসের কর্মীরা কালো ব্যাচ পড়ে প্রতিকী প্রতিবাদ জানান।

0
214

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:- গতকাল বালুরঘাটের বিডিও অনুজ শিকদার কে মারধরের ঘটনার প্রতিবাদে এদিন বালুরঘাট বিডিও অফিসের কর্মীরা কালো ব্যাচ পড়ে প্রতিকী প্রতিবাদ জানান। উল্লেখ্য গতকাল বালুরঘাট ব্লকের অন্তর্গত ডাংগা গ্রাম পঞ্চায়েতে বিজেপির ডাকা অনস্তা বৈঠক ছিল। ২০ সদস্য বিশিষ্ট পঞ্চায়েতে তৃণমূলের এক সদস্য মারা যাওয়ায় এ মুহূর্তে বিজেপি সদস্য ১০ এবং তৃণমূল সদস্য নয়জন রয়েছে। বিজেপির অভিযোগ সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও প্রশাসন অনাস্থা বৈঠক বাতিল করে দেয়। এই ঘটনার ক্ষোভের কারণে বিজেপি নেতা সুভাষ সরকার বিডিও অফিসে এসে চেয়ার ছুঁড়ে বিডিও কে মারে। ঘটনায় সুভাষ সরকারের নামে বালুরঘাট থানার অভিযোগ দায়ের করা হয়। পাশাপাশি, ডাংগা গ্রাম পঞ্চায়েতের বিজেপির সদস্যের বিরুদ্ধেও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগ দায়ের করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

জয়েন্ট বিডিও সুশান্ত প্রামানিক জানান কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।