পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বর্ধমান পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডে অন্তর্গত জি টি রোডের ধারে আবারও দেখা গেল ডেঙ্গুর আতুর ঘরের ছবি।
বর্ধমান পৌরসভার তরফে ওয়ার্ডে ওয়ার্ডে ডেঙ্গু সচেতনতা র্যালি করা হচ্ছে। কিন্তু কথার সাথে বাস্তবে মিলতো একেবারেই নেই বিভিন্ন ওয়ার্ড হয়ে উঠেছে ডেঙ্গুর আঁতুড় ঘর। ওই ওয়ার্ডের পৌর পিতা বা পৌরমাতাদের একটাই অজুহাত গাড়ি খারাপ তাই পরিষ্কার হয়নি।তাহলে কি বর্ধমান পৌরসভায় নোংরা আবর্জনার গাড়ির অভাব রয়েছে প্রশ্ন শহরজুড়ে।৩৫টি ওয়ার্ড নিয়ে পৌরসভা গঠিত কিন্তু গাড়ি কেন খারাপ? কেন এই অজুহাত দিচ্ছেন পৌর পিতা বা পৌরমাতারা।বর্ধমান পৌরসভা বারবার করে বলছে শহরে ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা নেই।এখন প্রশ্ন এই ডেঙ্গুর আতুর ঘর কবে পরিষ্কার হবে কে দায় নেবে।
ওই ওয়ার্ডের পৌরপিতা বশির আহমেদ ওরফে বাদশা সাফাই দিয়েছেন, আমি পৌরসভা কে জানিয়েছি খুব তাড়াতাড়ি পরিষ্কার করে দেয়া হবে। নোংরা তোলার গাড়িটা কয়েকদিন খারাপ হয়েছিল তাই এইরকম অবস্থা।
শহরবাসীর অভিযোগ কি করছে পৌরসভা, কি করছেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস
এখন দেখার বিষয়, কবে বা পরিষ্কার পরিচ্ছন্ন হয় এই ডেঙ্গু আঁতুঘর।