সাপের আতঙ্ক বিদ্যালয চত্বরে, ঘটনাস্থলে প্রধান শিক্ষক।

0
309

আবদুল হাই, বাঁকুড়াঃ চন্দ্রবোড়া সাপের আতঙ্ক বিদ্যালয় চত্বরে, ঘটনাস্থলে এলেন প্রধান শিক্ষক। বারবার চন্দ্রবোড়া সাপ বের হওয়ায় আতঙ্ক ছড়াচ্ছে এলাকা জুড়ে। স্থানীয়রা বলছেন চন্দ্রবোড়া সাপ এলাকায় প্রচুর দেখা যাচ্ছে, প্রশাসনের তরফ থেকে কোন উদ্যোগ নেওয়া হয়নি। তবে বিদ্যালয়ের মাস্টারমশাই চেষ্টা করেন ঝোপজঙ্গল পরিষ্কার করে যতটা সম্ভব বিদ্যালয় চত্বর পরিষ্কার রাখা যায়। ঘটনা শুশুনিয়া সিড গ্রাম প্রাথমিক বিদ্যালয়ে। আজ সাতসকালে স্কুল চত্বরে চন্দ্রবোড়া সাপ বের হওয়ায় আতঙ্কিত এলাকাবাসী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজেশ মুখার্জি বলেন স্কুল চত্বর সর্বদাই পরিষ্কার রাখার চেষ্টা করি, চন্দ্রবোড়ার আতঙ্কে বন্ধ রয়েছে স্কুলের শৌচালয়। প্রধান শিক্ষকের কথাতে স্পষ্ট আতঙ্কিত রয়েছেন স্কুলের শিক্ষকরাও। তবে ফের বিদ্যালয় চত্ত্বর পরিষ্কার করা হবে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তবে আজ চন্দ্রবোড়া সাপটিকে স্থানীয়রা পিটিয়ে মেরে ফেলে।