নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- বুধবার জলপাইগুড়ি জেলার বিজেপির সভাপতি বাপি গোস্বামীর নেতৃত্বে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ঘটে চলা দুর্নীতির বিষয়ে অবগত করতে জেলা শাসকের কাছে স্বারোকলিপী প্রদান করে।
এদিন জেলার শাপটি বাড়ির দুই অঞ্চলের এক বঞ্চিত উপভোক্তা প্রভাত বর্মনকে সঙ্গে নিয়েই জেলা শাসকের কাছে পৌঁছে যায় বিজেপির প্রতিনিধি দলটি।
প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম লিস্টে নাম থাকলেও পরবর্তীতে সেই নাম এলাকার তৃণমূল পঞ্চায়েত প্রধানের নির্দেসে বাদ দেওয়ার অভিযোগ করে প্রভাত বর্মন বলেন, ২০০ টাকা নিয়েছিলো তৃণমূল পঞ্চায়েত আধার কার্ড লিংক করার নাম করে, এর পরে প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্টে আমার নাম ও উঠেছিলো।
তবে পরবর্তীতে আমি বিজেপি দল করায় সেই নাম কেটে দেয় পঞ্চায়েত প্রধান।
অপরদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির বিষয়ে জেলা শাসককে অবগত করার পর, অফিস পাড়ায় উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী জোরালো দাবী করে জানান, এস এস সি, অপা দুর্নীতির থেকেও বড় দুর্নীতি হয়েছে এই রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকার। সময় এলে আপনারাই সেটি জানতে পারবেন এবং জনগণকে জানাবেন।