চা বাগান থেকে খাঁচাবন্দী চিতাবাঘ উদ্ধার হল।

0
317

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- চা বাগান থেকে খাঁচাবন্দী চিতাবাঘ উদ্ধার হল। বুধবার সকালে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ে ওই চিতাবাঘটি। চিতা বাঘ খাঁচাবন্দী হবার খবর ছড়িয়ে পড়তেই বাঘ দেখতে ভিড় জমান চা বাগানের বাসিন্দারা। চা বাগান সূত্রে জানা গিয়েছে, বাগানের টু ফাইভ সেকশনে বাঘ ধরার খাঁচা পাতা হয়েছিল। বেশ কিছুদিন থেকেই বাগানের মধ্যে চিতাবাঘের আনাগোনা লক্ষ্য করছিলেন বাগানের শ্রমিকরা। যার ফলে আতঙ্ক ছড়িয়ে ছিল বাগানে। এদিন চিতাবাঘটি ছাগলের লোভে খাঁচায় আটক হয়। দলগাঁও চা বাগানের ম্যানেজার মৃগাঙ্ক ভট্টাচার্য বলেন, “বাগানের মধ্যে চিতাবাঘ দেখতে পাচ্ছিল বাগানের শ্রমিকরা। আমরা বনদপ্তরের কাছে আবেদন জানিয়ে ছিলাম খাঁচা দেওয়ার জন্য, সেই মতো খাঁচা পাতা হয়। এদিন সকালে বাগানের শ্রমিকরা প্রথম খাঁচাবন্দী চিতাবাঘটি দেখতে পায়। তবে বাগানে আরও চিতা বাঘ থাকতে পারে জানান তিনি।”