নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- রূপকথার সান্তাক্লজ মানেই স্লেজে করে গভীর রাতে এসে ছোটো ছোটো কচিকাচাদের উপহার দিয়ে যাবে ২৫শে ডিসেম্বরের দিন। এমনটাই জানা সকলের। তবে ডিসেম্বরের আগেই বাস্তবের সান্তাক্লজকে দেখা গেল জটেশ্বরের পথে। বড়দিনের আগেই বুধবার সকালের আলো ফুটতে না ফুটতেই রাস্তায় দাঁড়িয়ে পথচারী থেকে মোটর বাইক, ছোট গাড়ি চালকদের বিভিন্ন বিষয়ে সচেতন করতে ফালাকাটা ব্লকের জটেশ্বরের রাস্তায় হাজির এক সান্তাক্লজ। আর এহেন দৃশ্য দেখে অবাক স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, স্বেচ্ছাসেবী সংস্থা জটেশ্বর এডুকেশন সেন্টারের উদ্যোগে সান্তাকে নিয়ে এই অভিনব র্যালি ও সচেতনতা মূলক প্রচার চালানো হয়। পাশাপাশি,পথ চলতি মানুষের হাতে চকলেট ও উপহার তুলে দেওয়া হয়।