আবদুল হাই, বাঁকুড়াঃ গোয়াল ভরা গরু,পুকুর ভরা মাছ ও কৃষকের গোলা ভরা ধান আগেকার দিনে গৃহস্তদের ঘরে এগুলো ছিল আভিজাত্যের প্রতীক। এখন প্রবাদ বাক্যে পরিণত হয়েছে। এখন কি আর সেদিন আছে? না নেই। আধুনিকতার ছোঁয়ায় আজ হারিয়ে যেতে বসেছে গ্ৰাম বাংলার ঐতিহ্যবাহী ধানের গোলা। অনেক আগে প্রতিটি কৃষকের বাড়িতে ধান মজুত রাখার জন্য থাকতো ধানের গোলা। বর্তমানে আগের মতো কেউ এভাবে ধান রাখে না।বস্তা করে গোডাউন বা বাড়ির মধ্যে রাখে। এখন কৃষকের ধান ধান চলে যায় এক শ্রেণির ফড়ে ও আড়ৎ ব্যবসায়ীর দখলে।আগে একটা সময় ছিল যে মেয়ের বিয়ে দেখাশোনার সময় ছেলে র
বাড়িতে ধানের গোলা আছে কিনা খোঁজখবর নেওয়া হত।যা এখন শুধুই রুপকথা।