শীতার্ত হত দরিদ্র মানুষদের হাতে কম্বল তুলে দিল কাটোয়ার প্রচেষ্টা।

0
189

আবদুল হাই, বাঁকুড়াঃ কবি জসিমউদ্দিন এর ভাষায় সবার সুখে হাসবো আমি
কাঁদব সবার দুঃখে
নিজের খাবার বিলিয়ে দেব
অনাহারীর মুখে।
শীতের রাতে শীতবস্ত্রহীন মানুষজনকে এখনো দেখা যায় যে তারা কত কষ্টে রাত যাপন করছে। পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার প্রচেষ্টার কর্মীরা এদিন আমরা করবো জয় এর ব্যবস্থাপনায় বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের খড়িকাশুলি, বিষ্ণুপুর কুষ্ঠকলোনী, নবোদয় পল্লী এবং তুর্কি এলাকার ২৪০ জন কচিকাঁচাদের হাতে সোয়েটার এবং ১০ জন বৃদ্ধা মাকে কম্বল তুলে দিল। কনকনে শীতে হঠাৎ কম্বল পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন শীতার্ত হত দরিদ্র অসহায় মানুষগুলো। কাটোয়ার প্রচেষ্টার কর্মীরা কর্মীরা শুধু আজ নয় দীর্ঘ কয়েক বছর ধরে বিভিন্ন এলাকার মানুষের বিপদে আপদে একাধিক বার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এছাড়াও পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে প্রান্তে সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন।