সাধারণ মানুষের কাছে বিচার ববস্থাকে সহজলভ্য করে তোলার লক্ষ্যে বিরসিংহ বালিকা বিদ্যালয়ে একটি আইনি সচেতনতা শিবির।

0
225

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  প্রত্যান্ত গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে বিচার ববস্থাকে সহজলভ্য করে তোলার লক্ষ্যে এবং বিদ্যালয়ের ছাত্রীদের বর্তমান সময়ে নিজেকে সুরক্ষিত রাখার বিষয়ে অবগত করতে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার বিরসিংহ বালিকা বিদ্যালয়ে একটি আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়।এইদিন এই সভায় উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব দিব্যেন্দু নাথ,মেদিনীপুর আদালতের বিচারক গৌরব ঘোষ, বিচারক মণিকুন্তলা রায়, বিচারক সনিকা সাউ, ঘাটাল মহকুমা আদালতের উসনিস দত্ত,সনিকা চ্যাটার্জি,অমিত সরকার, আইনি সহায়ক কাজী মহম্মদ মুর্তজা প্রমুখ। সভায় বিনা মূল্যে আইনি পরিষেবা, বিকল্প সমাধানের সুযোগ, বিভিন্ন ধরনের ঘটনায় ক্ষতিপূরণের সুযোগ সহ বিভিন্ন সরকারি স্কিমের সুযোগ প্রাপ্তির ক্ষেত্রে কর্তৃপক্ষের সহযোগিতার কথা উল্লেখ করা হয়। বিদ্যালয়ের পক্ষ থেকে বিচারকদের সকলকে বিদ্যাসাগর মহাশয়ের স্ট্যাচু উপহার দেওয়া হয়।