নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- অতি সম্প্রতি রাজ্য জুড়ে অনুষ্ঠিত প্রাইমারি টেট পরীক্ষার দিন বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে বিশেষত হিন্দু বিবাহিত মহিলা টেট পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার নিয়ম এই কথা বলে হাতের শাখা, পলা খুলে নেয় পুলিশ বলে অভিযোগ উঠে।
বুধবার সেই প্রক্রিয়াকে তালিবানি শাসন বলে অভিহিত করে বিজেপির জলপাইগুড়ি জেলার মহিলা মোর্চার সদস্যারা কতোয়ালি থানার গেট ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন সহ বিক্ষোভ ফেটে পরে।
এই আন্দোলন প্রসঙ্গে মহিলা মোর্চার জেলা সভাপতি দীপা বণিক অধিকারী ক্ষোভের সঙ্গে বলেন, সধবা দের কাছে হাতের শাখা, পলা স্বামীর মঙ্গল কামনার জন্য পরা থাকে, তৃণমূলের পুলিশ যে তালিবানি শাসন কায়েম করতে চাইছে এই রাজ্যে তার বিরুদ্ধেই এই গণ আন্দোলন।
Home রাজ্য উত্তর বাংলা হিন্দু সধবা টেট পরীক্ষার্থীদের হাতের শাখা পলা খুলে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের মতো...