নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- একদা প্রাচ্যের অক্সফোর্ড, শ্রীচৈতন্যদেবের জন্মস্থান , সারা পৃথিবীর কাছে সনাতনী ধর্মপ্রাণকেন্দ্র নদীয়ার নবদ্বীপ শহর এখন ধর্ষণ রাহাজানি এবং মিথ্যে মামলার স্বর্গরাজ্য হয়ে উঠেছে। সব দলের সাথে একত্রিত হয়েছে পুলিশ প্রশাসনের এক অংশ। আজ এইসব ঘটনার প্রতিবাদে বিজেপির শহর মন্ডলের পক্ষ থেকে নবদ্বীপ থানা ঘেরাও এবং বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।এদিনের বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন, বিজেপির জেলা এবং রাজ্য কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ। এ প্রসঙ্গে তারা বলেন, বিগত দু বছরে সারা রাজ্যসহ নবদ্বীপে অস্ত্র মামলায় এবং রাজনৈতিক কারণে যে পরিমাণ গ্রেপ্তার করা হয়েছে বিজেপির কর্মী ও সমর্থকদের তার পূর্ণাঙ্গ তালিকা নিয়ে তারা হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে জানান। অন্যদিকে 13, 04 2022 প্রাতঃভ্রমণে বেরিয়ে এক মহিলা গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়। ১৮/৯/২০২২ তারখে অমিত দেবনাথকে এলাকার তৃণমূলের পার্টি অফিসে নিয়ে গিয়ে শাসানোর পর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারহয় ৭,১১, ২০২২ খোকন দাস নামে এক বিজেপি কর্মী কে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ।
নবদ্বীপ শহরের ১৪ নম্বর ওয়ার্ডে তিন মাস আগের মিসিং ডায়েরি থাকা সত্ত্বেও পুলিশি নিষ্ক্রিয়তার পর পচা গলা মৃতদেহ উদ্ধার হয় নিজ বাসগৃহ থেকে । নবদ্বীপে বালি এবং মাটি মাফিয়াদের খবর এবং তারও পূর্ববর্তীতে বিভিন্ন সময় মুখরোচক পুলিশের টাকা তোলার খবর সম্প্রচার করার ফলে সাংবাদিক প্রসেনজিৎ চৌধুরীর বাড়িতে ভাঙচুর এবং গুলি চালানো হয়।একের পর এক এ ধরনের বেআইনি ঘটনায় লিখিত অভিযোগ করা সত্ত্বেও পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় তাদের এই বিক্ষোভ আন্দোলন বলে জানান।এদিনের বিক্ষোভ কর্মসূচি থেকে বিজেপির রাজ্য নেতৃত্বরা জানান, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে দোষীদের গ্রেফতার করা হবে অতিসত্বর এবং যে সমস্ত তথ্য সংক্রান্ত দাবি করেছেন, তা দেওয়া হবে। তবে , আজকের ঘটনার পর যদি তারা, আগের মতই নিষ্ক্রিয় থাকেন তাহলে, একদিকে যেমন কেন্দ্রীয় তদন্তকারী দলের শরণাপন্ন হবেন, অন্যদিকে নবদ্বীপের সমগ্র মহিলা সমাজকে জাগরিত করে থানায় অবস্থান বিক্ষোভ এবং অনশনের পথে হাঁটবেন বলে জানান তারা।এরই সাথে প্রিয়াংকা টিব্রেওয়াল
কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে সমস্ত বেআইনি অস্ত্র উদ্ধার করুন তা না হলে প্রধান বিচার পতির কাছে PIL ফেল করব।
এছাড়াও তিনি সমবেত কর্মীদের উদ্দেশ্যে বলেন তারা ভয় পাবেন না যেখানেই কোনো অন্যায় অত্যাচার সংঘটিত হবে খবর পেলে আমি সেখানেই পৌঁছে যাব।
সব মিলিয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে
এদিনের বিজেপির এই সুবিশাল বিক্ষোভ মিছিল ও থানাঘেরাও কর্মসূচি কর্মী সমর্তকদের মনোবল যথেষ্ট বাড়বে ও তাৎপর্যপূর্ণ বলে মত ওয়াকিমহলের।