পঞ্চানন মহাবিদ্যালয় অধীনে কলেজে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করল কোচবিহার কলেজ।

0
330

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: কোচবিহার রাজবাড়ী স্টেডিয়ামে ঠাকুর পঞ্চানন মহাবিদ্যালয় অধীনে যে কলেজ গুলি রয়েছে। তাদের নিয়ে প্রতি বছরের ন্যায় এ বছরও একটি ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করেছেন কোচবিহার কলেজ। সেই খেলার উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সহ পঞ্চানন মহাবিদ্যালয় এর অধীনস্থ কলেজগুলির অধ্যাপক এবং অধ্যাপিকা।

জানা গেছে, গ্যাস বেলুন এবং পায়রা ছাড়ার পর রবীন্দ্রনাথ বাবু হাত থেকে এক প্রতিযোগী জ্বলন্ত মশাল হাতে নিয়ে পূর্ণমাস পরিক্রম করার মাধ্যমে এই ক্রিয়া প্রতিযোগিতার শুভ সূচনা হয়। এই ক্রিয়া প্রতিযোগিতা কমিটির পক্ষ থেকে জানানো হয় পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি অধীনে মোট ১৫টি কলেজ তার মধ্যে বারোটি কলেজ দুশো জন প্রতিযোগ এই ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণ করছেন।

এদিন এবিষয়ে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, খুবই ভালো উদ্যোগ। স্বামী বিবেকানন্দ বলেছিলেন স্বাস্থ্যই সম্পদ। এবং তা অর্জন করা যায় খেলাধুলা ও শরীর চর্চার মাধ্যমে। কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি অধীনস্থ কলেজগুলোকে নিয়ে এমন উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ।