স্বামীর সাথে দেখা করতে গিয়ে রাজনৈতিক শিকার নন্দীগ্রামের গোকুলনগরের ঘটনা,বাকরুদ্ধ কোলাঘাটের গৃহবধু।

0
219

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভার অন্তর্গত গোকুলনগর অঞ্চল অফিসে মধুচক্র অভিযোগ যেরে এলাকার উত্তপ্ত বিজেপি তৃণমূল সংঘর্ষ,আর সেই ঘটনায় বাকরুদ্ধ কোলাঘাটের দম্পতি,স্বামীর সাথে কয়েকদিন ধরে মনোমালিন্য কোলাঘাটের দেড়িয়াচক গ্রাম পঞ্চায়েতের হিরাপুর গ্রামের সংগীতা মাইতি। সঙ্গীতা স্বামী নীলকমল দাস নন্দীগ্রাম গোপলনগর অঞ্চলে কর্মরত।গতকাল রাতে নন্দীগ্রামে গোকুলনগর অঞ্চলে স্বামীর সাথে দেখা করতে গিয়েছিলেন সংগীতা। আর সেখানেই মধুচক্রের অভিযোগ তুলে এলাকাবাসীরা ও বিজেপি। গত পরশু দিন রাতেই কোলাঘাটের সঙ্গীতাকে নন্দীগ্রাম থানার পুলিশ উদ্ধার করে নিয়ে যায় নন্দিগ্রাম থানায় সঙ্গীতা বিবাহ সার্টিফিকেট দেখানোর পর নন্দীগ্রাম থানার পুলিশ সঙ্গীতা কে ছেড়ে দেয়। কিন্তু সঙ্গীতার চোখে মুখে এখনো সেই আতঙ্কের ছোঁয়া। বাড়িতে পৌঁছে সেই বিভীষিকার রাতের ঘটনায় চোখে সামনে ভাসলেই আতঙ্কের শিউরে উঠছেন কোলাঘাটের হীরাপুর গ্রামের সঙ্গীতা। তিনি জানান যে আমি সম্পূর্ণ নির্দোষ। এবং নন্দীগ্রামের রাজনৈতিক শিকার হতে হয়েছে। কারন আমি আমার স্বামীর সাথে দেখা করতে গিয়ে আমাকে অপবাদ দেওয়া হয় আমি নাকি মধুচক্রের সঙ্গে যুক্ত। আমার সম্মানহানি করা হয়েছে। এমনই অভিযোগ করেন ওই সঙ্গীতা।