নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- কমরেড সুবোধ চৌধুরী স্মরণ সভা অনুষ্ঠিত হলো মানিকচকে।মানিকচক এক এবং দুই এরিয়া কমিটির ডাকে প্রয়াত কমরেড সুবোধ চৌধুরী এবং অসিমা চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত হলো মানিকচক স্ট্যান্ড এলাকায়।শুক্রবার সন্ধ্যায় প্রয়াত কমরেড সুবোধ চৌধুরী ও অসীমা চৌধুরীর প্রতিকৃতি মাল্যদান করে শ্রদ্ধা জানান সিপিআইএম নেতৃত্ব।এদিন উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ,জেলা সম্পাদক দেবজ্যােতি সিনহা,রত্না ভট্টাচার্য,শ্যামল বসাক সহ অনান্যরা।
এদিনের সভামঞ্চ থেকে বক্তব্য দিতে গিয়ে সোজা সাপটা আক্রমণ করেন তৃণমূল ও বিজেপির দিকে।এদিনের স্মরঢ সভায় কয়েকশো কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।আর মাত্র কয়েক মাস পর গ্রাম পঞ্চায়েত নির্বাচন নির্বাচনকে লক্ষ্য করে সভা মঞ্চ থেকে তৃণমূল ও বিজেপি তীব্র ভাষায় আক্রমণ করেন সিপিএম নেতা শতরূপ ঘোষ।