নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বিজেপি ও সিপিএমের মিথ্যাচার ও কুৎসার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কেশপুরে ধিক্কার মিছিল তৃণমূলের

0
257


পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  শুক্রবার বিকেল সাড়ে তিনটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি এবং বিজেপি ও সিপিআইএমের মিথ্যাচার ও কুৎসার বিরুদ্ধে ধিক্কার মিছিলের আয়োজন করা হয়, এই ধিক্কার মিছিলে পা মিলিয়েছেন কয়েক হাজার তৃনমূল কর্মী সমর্থক, এই দিন উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঁজা, সভানেত্রী হামিবা বেগম, পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মদক্ষ অনিল ঘোষ, বিধায়ক প্রতিনিধি সমাপ্তি রায় সহ একাধিক ব্লক ও অঞ্চলের নেতাকর্মীরা। এই দিন গোটা এলাকার মিছিল পরিক্রমা করে অবশেষে পথসভার মাধ্যমে শেষ হয় এই কর্মসূচি। এই দিন পথসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে নানান তোপ দাগলেন ব্লক থেকে অঞ্চল নেতৃত্ব, পরিশেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঁজা বলেন আগামী পঞ্চায়েত ভোটকে সামনে রেখে কর্মীদের আরো মনোবল বৃদ্ধি এবং বিজেপি ও সিপিআইএমকে উৎখাত করতে এই দিনের এই কর্মসূচি থেকে ডাক দেওয়া হয়েছে।