পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ব্লকের,দরিয়াপুর গ্রামের একজন বিশিষ্ট ডোকরা শিল্পী যার নাম -রামু কর্মকার।
তার হাতের কাজ অতুলনীয়।
তিনি ছোট ছোট ঠাকুরের মূর্তি এছাড়াও বিভিন্ন রকমের রাজাদের মূর্তি এবং পশু পাখিদের মূর্তিও তৈরি করেন।
সেই মূর্তিগুলি বিভিন্ন জেলাতে এবং বিভিন্ন দেশেতেও পারি দেয়।
মূর্তি তৈরি করে যে টাকা তার উপার্জন হয় সেই টাকায় দিন গুজরান হতো তার । তার হাতের তৈরী মূর্তি দেখে সরকার তাকে ২০০৯ থেকে ২০১০ সালে পুরস্কার দেওয়ার জন্য নির্বাচিত করেন এবং ২০১২ সালে রাষ্ট্রপতি প্রণব মুখার্জি নিজের হাতে জাতীয় পুরস্কার তুলে দেন শিল্পী রামু কর্মকারকে।
শিল্পী – রামু কর্মকার ঝাড়খন্ডে একটি কোম্পানির আন্ডারে পাঁচ বছর ধরে কাজে নিযুক্ত ছিলেন।
করোনার সময় বাড়ি চলে আসেন। তারপর থেকে লক ডাউন চলতে থাকে ব্যবসার হাল আস্তে আস্তে খারাপ হতে থাকে, এখন তার অবস্থা খুবই শোচনীয়।
কোন রকমে সংসার চলে তার। ছেলে খাওয়া, ডাক্তার খরচ দিলেও হাত খরচের জন্য কিছুই থাকেনা তার, তাই আর্থিক সংকট এ ভুগতে থাকা শিল্পী অবশেষে একটি পান বিড়ির দোকান খোলেন,
তার থেকে যা আয় হয় কোন রকমে চলে তার রোজগারদিন। তিনি বিডিও এবং স্থানীয় বিধায়ক-কে বারবার বলেছেন শিল্পী ভাতার জন্য, ভাতার দরুন মাসিক কিছু টাকার যদি ব্যবস্থা হয় তাহলে খুব উপকৃত হবেন তিনি। কিন্তু আশ্বাস পায় নি সে।
Home রাজ্য দক্ষিণ বাংলা পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ব্লকের,দরিয়াপুর গ্রামের একজন বিশিষ্ট ডোকরা শিল্পী যার নাম...