বিয়ের মরশুম নানা অনুষ্ঠান ফুলের চাহিদা থাকলেও নদিয়ার ধানতলার চাষীরা লাভ পাচ্ছেনা ।

0
450

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বিয়ের মরশুম নানা অনুষ্ঠান ফুলের চাহিদা থাকলেও নদিয়ার ধানতলার চাষীরা লাভ পাচ্ছেনা ।ফুল বিকশিত হলেও মাঠে নষ্ট হচ্ছে।
নদীয়া । শীতকাল আসলেই ঠান্ডার ওম লাগিয়ে যেদিকে চোখ যায় তা নিত্য নতুন ফুলের সমাহার ।আর এই ফুলের জন্য উৎসব প্রাঙ্গণ কিংবা আনন্দ উৎসব সার্বত্রে ফুলের সমাহার ।আর বছরে শেষ প্রান্তে এসে অন্যান্য মাসের থেকে শীতের সময় আগ্রান ,পৌষ ,মাঘ এই কয়েকটা মাস বিয়ের উৎসব বলা যেতই পারে।আর এই সময় ফুলের চাহিদা বেশ ভালোই থাকে ।নদিয়ার ধানতলা ও পূর্ণনগর এ যে পরিমান ফুলের চাষ হয় তা রাজ্য ও রাজ্যের বাইরে এমনকি বিদেশেও পারি দেয়।এখানে অধিকাংশ পরিবার ফুলচাষের সঙ্গে যুক্ত।গত দুই বছর কোভিদ এর জন্য সেভাবে চাষ ও ফুল বিক্রি করে লভ্যাংশ ঘরে তুলতে সক্ষম হয়নি ।এই বছর আশায় বুক বেঁধেছিলেন ফুল চাষীরা ।কিন্তূ তাদের কপালে ভাঁজ পড়তে শুরু করেছে সেভাবে ফুলের দাম পাচ্ছেন না ।বিয়ের মরশুম পড়লেও তাদের ফুল সেই দামে বিক্রি নেই সার ,বীজ ,নানা উপকরণ দিয়ে চাষ করলেও এই বছর তাদের তেমন লভ্যাংশ নেই মাঠেই শোভা পাচ্ছে ফুল মাঠেই নষ্ট হচ্ছে নানা ধরণের ফুল । রাজ্য তথা দেশে ধানতলা ফুলের চাষ বিখ্যাত সেখানে এমন অবস্থা দাঁড়িয়েছে ।চাষিরা কোনো রকম সরকারী সাহায্য না পওয়াতে তারা বেশি সমস্যায় দাঁড়িয়েছে ।তাদের কেমন পরিস্থিতি তা ধরা পড়লো আমাদের কমেরাই ।