আগামী ৩০ ডিসেম্বর বালুরঘাটে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর জনসভা নিয়ে বৈঠক করলেন দীপক বর্মন।

0
162

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:- আগামী ৩০ ডিসেম্বর বালুরঘাটে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর জনসভা নিয়ে বৈঠক করলেন দীপক বর্মন। এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ে জেলার বিজেপি পদাধিকারীদের নিয়ে বৈঠক করেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক তথা ফালাকাটার এম এল এ দীপক বর্মন। পাশাপাশি বৈঠকে আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়েও আলোচনা হয় বলেও জানা গিয়েছে। এদিনের বৈঠকে রাজ্য সাধারণ সম্পাদক দীপক বর্মন ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী, তপন বিধানসভার বিধায়ক বুধরাই টুডু সহ দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপি পদাধিকারীরা।

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বালুরঘাটে জনসভা করার কথা রয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। প্রথমে এই জনসভার দিন ধার্য হয়েছিল ২৭ ডিসেম্বর। অপরদিকে এই সভার পাল্টা সভা হিসেবে ২৮ ডিসেম্বর বালুরঘাটে তৃণমূল যুব রাজ্য সভাপতি সায়নী ঘোষের জনসভা রয়েছে। এদিকে বিজেপি রাজ্য সভাপতি ও বিরোধী দলনেতার সভার তারিখ পরিবর্তন করে ৩০ ডিসেম্বর করা হয়েছে বলে এদিন জানান বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক দীপক বর্মন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে তবে কি সায়নী ঘোষের সভার পাল্টা সভা করতেই বিজেপির সভার তারিখ পরিবর্তন করা হলো? এই প্রশ্নের উত্তরে দীপক বাবু জানান পাল্টা সভা নয়, বিজেপি নেতৃত্বের কিছু অসুবিধার কারণে ২৭ তারিখের সভার তারিখ পরিবর্তন করে ৩০ তারিখ করা হয়েছে।

আগামী ৩০ ডিসেম্বর বালুরঘাটে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর জনসভা ঘিরে চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে বিজেপি। এদিন সেই সভার প্রস্তুতির খুঁটিনাটি নিয়ে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ে বিজেপি পদাধিকারীদের বৈঠক হয়।