দীঘা বিচ ম্যারাথন দৌড়কে সামনে রেখে আজ মেচগ্ৰামে প্রোমো ম্যারাথন অনুষ্ঠিত হয় পাঁশকুড়া থানার উদ্যোগে।

0
386

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  দিঘাকে প্লাস্টিক মুক্ত করা ও পূর্ব মেদিনীপুর জেলার খেলাধুলার পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে বীচ ম্যারাথন আয়োজন করা হয়েছে। ২৪ ডিসেম্বর শনিবার এই বীচ ম্যারাথন সফল করতে উদ্যোগী রোড রেস এসোসিয়েশন ও পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। জেলার বিভিন্ন থানার উদ্যোগে প্রোমো রানের আয়োজন করা হচ্ছে।আজ পূর্ব মেদিনীপুর জেলার
সকালে পাঁশকুড়া থানার উদ্যোগে মেচগ্ৰামে
এই বীচ ম্যারাথনের প্রোমো রান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পাঁশকুড়া পৌরসভার চেয়ারপারসন নন্দকুমার মিশ্র, তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র,পাঁশকুড়া থানার আইসি আসিস মজুমদার সহ রোড রেস এসোসিয়েশনের সভাপতি অনুপ মাইতি,দেবাশীষ আদক সহ অন্যান্যরা,এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অঞ্জন মন্ডল। এই প্রতিযোগিতায় মহিলা ও পুরুষ বিভাগে আলাদা ভাবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়।