পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বহু পুরনো দিনের একটি গাছ কাটা কে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে বর্ধমান শহরের রাজ কলেজিয়েট স্কুলে। ক্যামেরার মুখোমুখি হয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি জানান, স্কুলে একটি প্রবেশদ্বার গেট তৈরি হচ্ছে তাই আমরা ঠিক করেছিলাম গাছের কিছু ডালকে ছেঁটে ফেলব তার জন্য বনদপ্তরের পারমিশনও নিয়েছি।কিন্তু কথা হচ্ছে যারা গাছ কাটেন তারা বেশি কাটে লোভে গাছের অধিকাংশ ডাল ছেটে ফেলেছে।এই গাছটির সঙ্গে অনেক স্মৃতি জড়িত রয়েছে আমি প্রশাসনের কাছে লিখিত আকার অভিযোগ করেছি যাতে যারা গাছ কাটার কাজ করে তাদের যেন কঠোরতম ব্যবস্থা নিক প্রশাসন। প্রশাসনের কাছে সেই অনুরোধ জানিয়েছি আমি।অপরদিকে ওই স্কুলের এক প্রাক্তন ছাত্রের সাথে এই গাছ কটাকে কেন্দ্র করে প্রধান শিক্ষকের সঙ্গে শুরু হয়েছে বিতর্ক। প্রাক্তন ছাত্রের মুখ থেকে শোনা যাচ্ছে আপনার অনুমতি ছাড়া গাছ কাটা যায় না। সেই প্রাক্তন ছাত্র বলেন, প্রধান শিক্ষক অনুমতি দিয়েছেন। সেই কারণেই আজকের এই অবস্থায় স্কুলের।সেই প্রাক্তন ছাত্র আমাদের ক্যামেরায় মুখোমুখি হয়ে বলেন, বাড়ির যিনি হেড কর্তা তিনি জানবেন না এটা কখনো হয়। তার বাড়িতে কি হচ্ছে অর্থাৎ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি জানেন না এই গাছ কতটা কাটা হচ্ছে অধিকাংশ কাটা হয়েছে
আর বিদ্যালয়ের গেটের কি দরকার সামনে একটা গেট আছে এদিকে একটা গেট আছে। গেটের কোন অভাব নেই।
এখন বিদ্যালয়ের গাছ কাটাকে নিয়ে বিতর্কে সরগরম বর্ধমান শহর।