কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি কোচবিহারের সাংসদ নিশ্চিত প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আলিপুরদুয়ার আদালত। ওই গ্রেফতারি পরোনা জারি হওয়ার পর তার পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে জেলার বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মিছিল করেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎদের ভৌমিক। সেই আন্দোলন করার জেরে জেলা সভাপতির বিরুদ্ধে পাল্টা পথে নামেন বিজেপি। তারা জেলা বিভিন্ন প্রান্ত তৃণমূলের জেলা সভাপতি অভিযোগ ছিল মিছিল করেন। এই ঘটনার পর তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক সাংবাদিক বৈঠক করে বিজেপির জেলা সভাপতি সুকুমার রায়, প্রসেনজিত বসাক ও অজয় রায়ের নামে মানহানি মামলার করার কথা জানান। তারপরে আইনি পরামর্শ নিয়ে ওই তিন ব্যক্তির কাছে আইনি নোটিশ পাঠান তৃণমূলের জেলা সভাপতি। আইনি নোটিশ পাওয়ার পর বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় সহ বাকি দুই বিজেপি নেতা উকিল মারফত ক্ষমা প্রার্থনা করেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক এর কাছে, এ কথা সাংবাদিক বৈঠক করে জানান তৃণমূলের লিগাল সেল।
তাদের দাবি,বিজেপির জেলা সভাপতি সুকুমার রায়, অজয় রায় ও প্রসেনজিত বসাক যেভাবে প্রকাশ্য তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের বিরুদ্ধে শ্লীলতাহানি ও খুনের মামলার কথা জনসম্মুখে তুলে ধরেছেন। সেভাবেই ওই তিন নেতা প্রকাশ্যে জেলা বাসি বা শহর বাসীর কাছে ক্ষমা চাইতে হবে। যদি তারা প্রকাশ্যে বা জনসম্মুখে ক্ষমা না চান তাহলে তাদের বিরুদ্ধে এক কোটি টাকার মানহানি মামলা করা হবে।