“টিম নিঃস্বার্থ” বছরের শেষ রক্তদান শিবির ও শীত বস্ত্র বিতরন।

0
302

আবদুল হাই, বাঁকুড়াঃ আজ বাঁকুড়ার ঘাগরা হলুদকানালি গ্রামের হারিমন্দির সংলগ্ন জায়গায় “টিম নিঃস্বার্থ” এর উদ্যোগে রক্তদান শিবির ও কম্বল বিতরণ করা হয়। প্রতি মাসে একটি করে ক্যাম্প করার অভিপ্রায় নিয়ে ২০২২ শুরু করে টিম নিঃস্বার্থ।আজ ছিল ১২ তম শিবিরটি । আজ ৪ জন মহিলা সহ মোট ৩৩ জন রক্তদান করেন। রক্তাদান করলে যেমন মুমূর্ষু রুগী সহ থ্যালাসেমিয়ায় আক্রান্তদের উপকার হয়,সাথে সাথে রক্তদাতাদের ও বেশ কিছু রোগ সম্পূর্ন বিনামূল্যে পরীক্ষা হয়ে যায়। সেই সুবিধা যাতে প্রত্যন্ত এলাকার মানুষরাও পান এবং রক্তদানের মতো মহতী কাজে অংশ গ্রহণ করতে পারেন সেই জন্যই “টিম নিঃস্বার্থ” প্রতি মাসে জঙ্গল মহলের প্রান্তিক গ্রাম গুলোতে রক্তদান শিবিরের আয়োজন করে বলে জানান টিমের অন্যতম সদস্য স্বদেশ মল্লিক। তিনি আরও জানান আগামী বছরও একই ভাবে ১২ মাসে কমপক্ষে ১২ টি রক্তদান শিবির এর আয়োজন করা হবে।
বাঁকুড়া মেডিক্যাল কলেজের তরফে রক্ত সংগ্রহ করা হয় বলে জানিয়েছেন ।