ফের কেশপুরে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে তৃণমূলের, দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিল অপর এক গোষ্ঠী।

0
261

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ফের পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে,ফের দলীয় কার্যালয়ে তালা লাগিয়ে দিল অপর এক গোষ্ঠী, এর আগেও এইরকম ঘটনা ঘটেছে কেশপুর এলাকায়,জানিয়ে রীতিমতো অস্বস্তির মধ্যে ব্লক তৃণমূল,যা নিয়ে কটাক্ষ করতে শুরু করে দিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি,যদিও এই বিষয় নিয়ে জেলা তৃণমূলের কো অর্ডিনেটর অজিত মাইতি জানিয়েছেন এর করা ব্যবস্থা নেওয়া হবে, অন্যদিকে বিজেপি নেতা অরূপ দাস জানিয়েছেন ব্লক স্তর থেকে স্তর পর্যন্ত তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। সারা বছরই রাজ্যের বিভিন্ন প্রান্তে এই গোষ্ঠী কোন্দল চলে, মারপিট, হাতাহাতি, কারো পা ভাঙছে কারো হাত ভাঙছে, আর ভর্তি হচ্ছে হাসপাতালে। অন্যদিকে এই সম্বন্ধে সিপিআইএম নেতা নিয়ামত হোসেন বলেন নেতৃত্ব ঠিক করতে পারেনি তৃণমূল, তার জন্যই এই লড়াই চলছে, আর এভাবেই বিদায় নেবে তৃণমূল।