শিবপ্রসাদ মন্ডল, পুরুলিয়া:- সর্বত্র রক্ত সংকট। তখন রক্তদান জীবন দান এই শ্লোগানকে কার্যকরী করতে এগিয়ে এসেছে রক্তরেণু।নিতুরিয়া থানার ভামুরিয়া যুব কল্যাণ সমিতির শাখা সংগঠন রক্তরেণূ প্রতিজ্ঞাবদ্ধ , যাতে রক্তের অভাবে কোন মানুষের মৃত্যু না হয়। তার জন্য অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন ক্লাব, সমিতিকে উৎসাহিত করে পাড়ায় পাড়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করছে। শুধু তাই নয় যুবক যুবতীদের রক্তদানে উৎসাহিত করতে নানা ধরনের প্রচারাভিযান চালাচ্ছেন। এছাড়া নামের তালিকা লিপিবদ্ধ করে রাখা হয়েছে। রক্তের প্রয়োজন হলেই সদস্যরা রোগীকে রক্তদান করে আসছেন। শুধু নিতুরিয়া নয় ইতিমধ্যেই জেলার মানুষের কাছে পরিচিত হয়েছে উঠেছে রক্তরেনু। এর নেপথ্যে রয়েছেন এলাকার শিল্পপতি তথা সমাজসেবী অনুপ মাজী। যার হাত ধরেই সংস্থা মানুষ মানুষের জন্য এই বার্তা ছড়িয়ে দিতে সমর্থ হয়েছে।আজ হিজুলি গ্রাম উন্নয়ন কমিটির উদ্যোগে রক্তরেনুর সহযোগিতায় একশোর বেশি যুবক যুবতী রক্তদান করেন।